“উৎসব যেন রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়” — উপদেষ্টা শারমিন এস মুরশিদ
পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সংখ্যাগুরু-সংখ্যালঘু শব্দ ব্যবহার না করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ মন্তব্য করেছেন যে, আমাদের উৎসবগুলো যেন কখোনোই রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত না হয় । তিনি বলেন, সংখ্যাগুরু-সংখ্যালগু শব্দটাই রাজনৈতিক। ঐক্যের বিপরীত শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই শব্দটা ব্যবহার করা না হয়।
তিনি বলেন কোনো মানুষের সংস্কৃতি, ঐতিহ্য বা সম্প্রদায়ের বিকাশে, প্রকাশে কোনো অন্তরায় শিকার না হয়। আমাদের দেশের সাধারণ মানুষ কখনোই এই উৎসব নিয়ে অরাজকতা করে না। এমন কি এই উৎসবগুলোকে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য থেকে কলুষিত করা হয়।
বুধবার (১লা অক্টাবর) বিকাল টাঙ্গাইলের মির্জাপুর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শন এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।
আলাপকালে, পূজা নির্বিঘ্ন করতে তাঁর মন্ত্রনালয়ের ১ লক্ষ ৭৬ হাজার কর্মকর্তা কর্মচারি প্রতিনিয়ত পূজা মণ্ডপ পরিদর্শন ও খোঁজ খবর রাখছেন বলে জানান তিনি।
এর আগে উপদষ্টা শারমিন এস মুরশিদ কুমুদিনী প্রাঙ্গণে পৌঁছলে তাকে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উপজলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম সহ স্থানীয় কর্মকর্তারা স্বাগত জানান।