মাদারগঞ্জে জামায়াত নেতৃবৃন্দের মন্দির পরিদর্শন, হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তার আশ্বাস
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ। এ সময় তাঁরা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সার্বিক খোঁজখবর নেন এবং পূজা-অর্চনা নির্বিঘ্নে সম্পন্ন করার আশ্বাস প্রদান করেন।
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ। এ সময় তারা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সার্বিক খোঁজখবর নেন এবং পূজা-অর্চনা নির্বিঘ্নে সম্পন্ন করার আশ্বাস প্রদান করেন।
মন্দির পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ দেশ সকল মানুষের। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবাই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে। শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা আমির মাওলানা নুরুল আমিন বলেন, “আমরা চাই এ এলাকার হিন্দু সম্প্রদায় নিশ্চিন্তে শান্তিতে তাদের পূজা-অর্চনা সম্পন্ন করুক। আল্লাহর রহমতে বিগত দিনে কখনোই হিন্দু সম্প্রদায় অবহেলিত হয়নি। আমরাও সবসময় তাদের পাশে ছিলাম এবং থাকব।”
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা ফারহাদ হোসেন বলেন, “আমরা ঐক্যবদ্ধ হয়ে এ অঞ্চলের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি। তাই হিন্দু সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
এ সময় আরও উপস্থিত উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, পৌর সেক্রেটারি শরিফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ জামালী, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রমজান আলী, বাইতুল মাল সম্পাদক আইয়ুব আলী পৌর ছাত্র শিবিরের আরিফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং শান্তি-সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় হবে।