শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের শুভেচ্ছা
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহফুজ রাজা।
সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সবাইকে হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাব’র সকল সদস্যের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহফুজ রাজা।
এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, পৃথিবীর মধ্যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির রয়েছে। এখানে সকল ধর্মের অনুসারীরা উৎসব ও আনন্দের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করে থাকেন। হোসেনপুরে যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সম্পর্ক রয়েছে। এ বছরও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বাণীতে আরও বলা হয়, অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সনাতন ধর্মাবলম্বীরা সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ-শোক, জরা,ব্যাধি মহামারী দূরে গিয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। পৃথিবী হবে দুর্গতিমুক্ত।
উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দুইটি ব্যক্তিগতসহ মোট ১৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করার জন্য সনাতন ধর্মের অনুসারীদের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানান হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ।