সাবেক আওয়ামী লীগ এমপি ফয়জুর রহমান বাদলসহ ১৩ জন গ্রেপ্তার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দলটির সাবেক দুই সংসদ সদস্যসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
তবে এই অভিযান কোথায় চালানো হয়েছে এবং গ্রেফতারকৃতদের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে কিনা – সে বিষয়ে বিস্তারিত এখনো জানায়নি ডিবি পুলিশ।
ডিবি সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে যুক্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় বা স্থানীয় পর্যায়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।