নওগাঁ

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম- দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রোকসানা হ্যাপিকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন আত্রাই উপজেলার সাধারণ জনগণ।

নওগাঁ জেলার আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রোকসানা হ্যাপিকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন আত্রাই উপজেলা বাসি।

মোঃ আব্দুল রশীদ এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও সাধারণ রোগীদের সঙ্গে দুর্ব্যবহার চলমান রয়েছে। সেই সাথে একই কর্মস্থলে দীর্ঘ ৫ বছরের অধিক সময়ে অবস্থান স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের বলয় তৈরি করেছেন অথচ কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আলহাজ্ব মো. খবিরুল ইসলাম, আসাদুল্লাহ আল গালিব, রানা, হাফেজ আক্তারুজ্জামান, মো. রায়হান, আবু শাহীন, আক্তার হোসন প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রোকসানা হ্যাপি নিজে লোভ ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তারা নওগাঁর সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দাবি জানান, সাত দিনের মধ্যে ডাক্তার রোকসানা হ্যাপিকে অপসারণ করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে আত্রাই উপজেলা স্বাস্থ্য বিভাগের ১১ দফা অনিয়ম তুলে ধরা হয়, যেগুলোর তাৎক্ষণিক সমাধান দাবি করেন বক্তারা। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে:

  1. ৭ দিনের মধ্যে অযোগ্য রোকসানা হ্যাপিকে অপসারণ।
  2. দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলা বন্ধ।
  3. মাস্টার রুলে আয়া-বুয়া নিয়োগে দুর্নীতি তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা।
  4. খাবার সরবরাহ ও সরকারি ওষুধ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত।
  5. হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত।
  6. বহির্বিভাগে নির্দিষ্ট সময় পর্যন্ত ডাক্তার থাকা বাধ্যতামূলক।
  7. জরুরি বিভাগে চিকিৎসক নিশ্চিতকরণ।
  8. জরুরি চিকিৎসা যেমন ব্যান্ডেজ, সেলাই চেম্বারে না করে হাসপাতালে করা।
  9. ভর্তি রোগীদের আবাসন সমস্যা সমাধান।
  10. হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের ব্যবসায়িক সিন্ডিকেট বন্ধ।
  11. স্বাস্থ্যসেবায় মৌলিক অধিকার নিশ্চিত করা।

বক্তারা বলেন, “আমরা নদী বিল অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় বঞ্চিত। আমাদের মৌলিক অধিকার বাস্তবায়নে এই দুর্নীতির বিরুদ্ধে আরও জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন বাবু প্রামাণিক, মান্নান খান, সোহরাব হোসেন মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ আশরাফুল ইসলাম, সুইট সহ উপজেলার অপমোর জনসাধারণ।

Author

মো: খালেদ বিন ফিরোজ, নওগাঁ প্রতিনিধি

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ মে থেকে মিশন ৯০ নিউজে নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker