হোসেনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও
কিশোরগঞ্জের হোসেনপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি শ্রী শ্রী জিউর আখড়া দুর্গা মন্দির এবং কুলেশ্বরী বাড়ী কালী মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। প্রশাসনের এই উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেছেন।
কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রী শ্রী জিউর আখড়া দূর্গা মন্দির, কুলেশ্বরী বাড়ী কালী মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এতে প্রসাশনের প্রতি সন্তোষ প্রকাশ করেন সনাতন ধর্মাবলম্বীরা।
পরিদর্শনকালে ইউএনও কাজী নাহিদ ইভা পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা, মন্ডপে প্রবেশ ও প্রস্থান পথ, বিদ্যুৎ সংযোগ এবং সিসি ক্যামেরা স্থাপন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা এবং কমিটি কতৃক নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া সকল ধরনের অপপ্রচার, উসকানি কিংবা গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন। তাছাড়া কোন অবস্থাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কোন অনলাইন প্লাটফর্মের খবর যাচাই বাছাই না করে প্রতিক্রিয়া দেখানো পরিহার করতে বলেন। তিনি পূজা মন্ডপের নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এসময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরী সেবার মোবাইল নাম্বারসমূহ, নামাজের সময়সূচির ফেস্টুন মন্দিরে প্রদশর্নের জন্য প্রদান করেন। এবছর উপজেলায় ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৬টি (দুটি ব্যক্তিগত) মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। কোথাও রংতুলি দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে দেবীকে পাশাপাশি চলছে আলোকসজ্জা। মন্দিরে প্রবেসের রাস্তাঘাটও সংস্কার করছেন প্রশাসন।
ইতিপূর্বে জেলা প্রসাশক ফৌজিয়া খান পরে অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন আক্তার এ উপজেলার বিভিন্ন মন্ডব পরিদর্শন করে নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।