জামালপুর
তেল কম দেওয়ায় সরিষাবাড়ীর ফিলিং স্টেশনে জরিমানা, ও সিলগালা
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় বাউসী পপুলার মোড় সংলগ্ন মেসার্স ঝিনাই ফিলিং স্টেশনে ক্রেতাদের তেল পরিমাপে কম দেওয়ায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জামালপুরের সরিষাবাড়ীতে ক্রেতাদের তেল পরিমাপে কম দেওয়ায় পৌরসভায় বাউসী পপুলার মোড় সংলগ্ন মেসার্স ঝিনাই ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছেন উদ্দিনের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন সময় ক্রেতাদের পেট্রোল, ডিজেল ও অকটেন তেল পরিমাপে কম দেওয়ার অপরাদে পাম্প কর্তৃপক্ষ রফিকুল ইসলামের বিরুদ্ধে ৮০,০০০ (আশি হাজার) টাকা জরিমানা করেন এবং ৩টি তেল পরিমাপ যন্ত্র সিলগালা করা হয়।