হোসেনপুরে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় হোসেনপুর মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৪ সালের মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জের জেলার হোসেনপুর উপজেলার হোসেনপুর মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক ২০২৪ সালে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হোসেনপুর মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও সাংবাদিক মোঃ তাজুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এমদাদুল হক। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হক, সমবায় কর্মকর্তা গোলাম মোর্শেদ মৃধা, বিআরডিবি কর্মকর্তা হামিম রানা, হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল ল্যাবঃ স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক আফজালপুর রহমান উজ্জ্বল।
এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাহিদুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোছাঃ সালমা আক্তার, মোঃ আব্দুর রশিদ ফকির, মোঃ রেজাউল করিম প্রমূখ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, হোসেনপুর মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, এমন সংবর্ধনা ভবিষ্যৎ প্রজন্মকে মেধা ও মননের দিক থেকে আরও সমৃদ্ধ করবে। শিক্ষার্থীদের সাফল্যকে যথাযথভাবে মূল্যায়ন করলে তারা দেশের উন্নয়ন ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।” অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।