হোসেনপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
কিশোরগঞ্জের হোসেনপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার।
কিশোরগঞ্জের হোসেনপুরে দুর্গা পুজা মন্দির পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় ও শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়ার পুজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজীব সাহা, উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব ঘোষ। এ-সময় আরও উপস্থিত ছিলেন আনসার বিডিপি সদস্য, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক গণ সহ সনাতন ধর্মাবলম্বীর লোকজন।
পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার পূজা মন্ডপ গুলোতে নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সন্তোষ জ্ঞাপন করে বলেন, সামনের দিনগুলোতে কেউ যেন পূজা মন্ডপে ও আশপাশে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে সবাইকে আরো সচেতন হতে হবে।