মাদারগঞ্জে পুকুরে বিষ দিয়ে ১৬ লাখ টাকার মাছ নষ্ট
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সুখনগরী বারোখাদা গ্রামে পরিকল্পিতভাবে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে একটি পুকুরের সব মাছ মেরে ফেলার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বিষ ছিটিয়ে দিলে এই বড় ধরনের বিপর্যয় ঘটে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সুখনগরী বারোখাদা গ্রামে পরিকল্পিত ভাবে গেস ট্যাবলেট দিয়ে একটি পুকুরের সব মাছ মরে ফেলেছে। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বিষ ছিটিয়ে দিলে এই বিপর্যয় ঘটে।
ক্ষতিগ্রস্ত চাষি সুলতান ভৌলা ও তার ছোট ভাই সাইফুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে ৮ বিঘা জমির পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন। কিন্তু হঠাৎ রাতের আঁধারে কে বা কারা পুকুরে বিষাক্ত পদার্থ মিশিয়ে দেয়। সকালে জেগে উঠে দেখা যায়—পুকুরের পৃষ্ঠ জুড়ে ভেসে উঠেছে শত শত মৃত মাছ। তারা আরো বলেন অন্তত ১০০ মণ মাছ মারা গেছে, যাহার দাম ১৬ লক্ষ টাকার মতো ক্ষতি হয়। তিনি বলেন এটা আমার এলাকার মানুষের মধ্যেই করছে পূর্বের শত্রুতা জের থেকে এই কাজ করা হয়েছে।
অভাব-অনটনে চলা দুই ভাইয়ের পরিবারে নেমে এসেছে চরম আর্থিক বিপর্যয়। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি করেছেন এবং সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছে।