হোসেনপুরে যুব উন্নয়নের ভ্রাম্যমান প্রশিক্ষণ উদ্বোধন
কিশোরগঞ্জের হোসেনপুরে 'প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি' শীর্ষক একটি ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুড়িমারা আলোকিত যুব সংঘের কার্যালয়ে সাত দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।
কিশোরগঞ্জের হোসেনপুরে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” শীর্ষক ২০২৫-২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় পরিচালিত সাত দিন মেয়াদী ভ্রাম্যমান প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুড়িমারা আলোকিত যুব সংঘের কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। যেখানে যুব সমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য ব্লক বাটিক/পোশাক তৈরি/হস্তশিল্প প্রশিক্ষণসহ প্রযুক্তি-ভিত্তিক নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো যুব শক্তিকে সম্পদে পরিণত করা এবং তাদের আত্মনির্ভরশীল করে তোলা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হকের সভাপতিত্বে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুজ্জামান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা উপ-পরিচালক রফিকুল ইসলাম শামিম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কোর্স কো-অর্ডিনেটর রফিকুল বাসার, প্রশিক্ষক ফরিদা ইয়াসমিন, কুড়িমারা আলোকিত যুব সংঘের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম প্রমূখ।
উদ্বোধন শেষে উপ-পরিচালক রফিকুল ইসলাম শামিম বলেন, যুব শক্তিকে সম্পদে পরিনত করা এ প্রশিক্ষণের মূল লক্ষ্য যাতে করে বেকার সমাজ আত্মনির্ভরশীল হয়ে উঠে।