ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ কেজি সরকারি চাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার থেকে ৬০০ কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। হতদরিদ্র নারীদের মাঝে বিতরণের জন্য নির্ধারিত এই চাল অবৈধভাবে বাজারে বিক্রি করা হচ্ছিল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া এই অভিযান পরিচালনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার থেকে ৬০০ কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ১২ বস্তায় ৬০০ কেজি চাল উদ্ধার করা হয়। এসব চাল হতদরিদ্র নারীদের মাঝে বিতরণের জন্য সরকারি ভিজিএফ কর্মসূচির ছিল। তবে কীভাবে সরকারি গুদাম থেকে চাল বাজারে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।
জব্দকৃত চাল উপজেলা পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছেন ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া।