জাতীয়

ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশী নারী-পুরুষ আটক

যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের সময় ৫ জন বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস ২২ আর এর কাছে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অবৈধভাবে সীমান্ত অতিক্রম ভারতে প্রবেশের সময় যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর বিওপি’র বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে ভারতে প্রবেশকালে সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস ২২ আর এর নিকট থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি মাদারীপুর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

খুলনা-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন অবৈধভাবে বেশ কিছু বাংলাদেশি ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিওপি’র কর্মরত হাবিলদার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সিমান্তে অভিযান চালিয়ে ৪ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker