সরিষাবাড়ীতে ৮০টি দুস্থ পরিবার পেলো বিনামূল্যে টিউবওয়েল
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৮০টি দুস্থ ও অসচ্ছল পরিবারকে বিনামূল্যে টিউবওয়েল এবং তা স্থাপনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। নিরাপদ পানির অভাব দূর করতে ও জনস্বাস্থ্যের উন্নয়নে 'দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি' এই উদ্যোগ নিয়েছে।
নিরাপদ পানির অভাব দূরীকরণ ও জনস্বাস্থ্যের উন্নয়নে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’ উদ্যোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮০টি দুস্থ্য পরিবারের মাঝে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাউসী বাঙ্গালী হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন।
দোস্ত এইডের প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস এর সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা শামসুল হক, বাউসী বাঙ্গালী হাই স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রবিউল ইসলাম, এভারগ্রীন লাইফ জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক এড. আসিমুল ইসলাম, সরিষাবাড়ী পৌর যুবদলের সভাপতি রমজান আলী, সাংবাদিক স্বপন মাহমুদ ও কামরুল ইসলাম, দোস্ত এইডের কর্মকর্তা শওকত মিয়া ও শেখ সাদীসহ আরও অনেকে।
উল্লেখ্য; দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, দারিদ্র বিমোচন, খাদ্য ও ত্রাণ সহায়তা, প্রতিবন্ধী পুনর্বাসন, বিনামূল্যে ছানি অপারেশন, কুরবানির মাংস বিতরণ, গৃহ নির্মাণ, মসজিদ-মাদ্রাসা নির্মাণসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করছে।