কালিহাতীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৬ বস্তা সরকারি চাল উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের পৌজান বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় থাকা ১২৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা খাদ্য বিভাগ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চালগুলো উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের পৌজান বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৬ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা খাদ্য বিভাগ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই চালগুলো উদ্ধার করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনিছুর রহমান খান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনিছুর রহমান খান জানান, পৌজান বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীরা তাদের বরাদ্দকৃত চাল বিক্রি করে দেন। সেই চালই কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে কিনে বাজারের দুটি ঘরে মজুদ করেছিলেন পাইকড়া ইউনিয়নের মুনোটিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহাবুদ্দিন শাহু। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার ঘর থেকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক পুলিশ প্রশাসনের সহযোগিতায় ১২৬ বস্তা চাল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শাহুর বিরুদ্ধে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ করার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।