সখিপুর উপজেলা বিএনপির সভাপতিকে অব্যাহতি
টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুকে সাময়িকভাবে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু কে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
রবিবার (১৬ সেপ্টেম্বর) জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু কে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। একইসঙ্গে সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল মিশন নাইনটি নিউজ কে বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় বিএনপি তদন্তের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করার নির্দেশ দেন।
উল্যেখ, গত বছর ৫ই আগষ্টে আওয়ামী সরকারের পতনের পর থেকে বেপরোয়া হয়ে পড়েন শাজাহান সাজু। ভুমি দখল,সরকারি বনের গাছ কাঁটা,সরকারি কর্মকর্তাদের নানা রকম হুমকি, নিজ দলীয় নেতাকর্মীদের হয়রানি সহ বিভিন্ন অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
এছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম কে বক্তৃতার মাধ্যমে প্রকাশ্যে গালি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিএনপির এই নেতা।