কালিহাতীতে বিদ্যালয়গুলোতে গার্বেজ ক্যান বিতরণ
'সাম্যের পথে' নামক সংগঠনের উদ্যোগে এবং এর প্রতিষ্ঠাতা বেনজীর আহমেদ টিটোর সহযোগিতায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গার্বেজ ক্যান বিতরণ করা হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্য নিয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) এই বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কালিহাতীতে সাম্যের পথের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজীর আহমেদ টিটো’র সার্বিক সহযোগিতায় এবং সাম্যের পথের উদ্যোগে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে “গারবেজ ক্যান” বিতরণ করা হয়েছে।
৮ সেপ্টেম্বর (সোমবার) অনুষ্ঠিত “গারবেজ ক্যান বিতরণ অনুষ্ঠানে” উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সিদ্দিকী, কালিহাতী উপজেলা পাঠাগারের সদস্য ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন এবং সাম্যের পথের প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মালিহা আক্তার তাসলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং গন্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জননেতা বেনজীর আহমেদ টিটো বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু আমাদের দায়িত্বই নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অপরিহার্য। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, তারা বিদ্যালয় ও ঘরের পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখুক।উক্ত উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যালয় এলাকা পরিচ্ছন্ন রাখার গুরুত্বও বোঝানো হয়েছে।