মির্জাপুরে টিকার তীব্র সংকট, ফিরে যাচ্ছে হাজার হাজার শিশু
টাঙ্গাইলের মির্জাপুরে গত আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে শিশুদের জন্য প্রয়োজনীয় প্রায় সব টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। বর্তমানে শুধু বিসিজি এবং টিটি টিকা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিদিন অসংখ্য অভিভাবক তাদের সন্তানদের টিকা দিতে এসে ফিরে যাচ্ছেন, যার ফলে হাজার হাজার শিশু স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।
গ্রামের টিকা কেন্দ্রে টিকা নাই তাই ছেলেরে টিকা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আইছিলাম এহন দেহি এহনেও টিকা নাই তা চইলা যাইতাছি। ৪ মাস বয়সী ছেলেকে টিকা দিতে না পেরে তিনি দুঃখ করে বলছিলেন টিকা বাদ পড়লে যদি আমার ছেলের কোন ক্ষতি হয় তাইলে এর দায় কে নিবো। এভাবেই সন্তানকে টিকা দিতে না পেরে শঙ্কার কথা বলছিলেন উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের গৃহবধূ চম্পা বেগম।
সরজমিন পরিদর্শন করে জানা গেছে, টাঙ্গাইলের মির্জাপুরে গত আগস্ট মাসের মাঝামাঝি থেকে বিসিজি ও টিটি টিকা ছাড়া শিশুদের প্রায় সব টিকারই সংকট দেখা দিয়েছে। টিকা দিতে এসে প্রতিদিন অসংখ্য মানুষ ফিরে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে উপজেলার হাজার হাজার শিশু স্বাস্থ্য ঝুকির সম্মুক্ষীন হচ্ছে।
উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট ইজাজুল হক বলেন, উপজেলার স্থায়ী ও অস্থায়ী মোট ৫টি কেন্দ্র থেকে শিশুদের বিসিজি পেন্টাভ্যালেন্ট, পিসিভি, বিওপিভি,আইপিভি ও এম আর এর টিকা প্রদান করা হয়। বছরে এই চাহিদার পরিমাণ ১০ হাজারের অধিক। সম্প্রতি টিকার সরবরাহ স্বাভাবিক না থাকায় আমরা শিশুদের টিকা দিতে পারছিনা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ ফরিদুল ইসলাম বলেন আগস্ট মাসের ১১ তারিখ পর্যন্ত টিকা আমাদের এখানে ছিল বর্তমানে বিসিজি এবং টিটি টিকা টা দেওয়া হচ্ছে। অনেক অভিভাবক রা আমাদের কাছে আসছেন তাদের কে বুঝিয়ে বলছি টিকা স্বল্পতার কথা এবং টিকা আসলে তাদের শিশুদের দ্রুত টিকা দিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিচ্ছি। এবং এ বিষয়ে সিভিল সার্জেন স্যার কে জানানো হয়েছে খুব দ্রুত এই টিকার সংকট থেকে বেরিয়ে আসা যাবে বলে তিনি জানিয়েছেন।