টাঙ্গাইল

এলেঙ্গায় সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ডের পোংলি ফটিকজানী গ্রামে সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার (৩১ আগস্ট) বিকেলে গ্রামের সাধারণ মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ডের পোংলি ফটিকজানী গ্রামে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগষ্ট) বিকেলে গ্রামের সাধারণ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধন কারীরা বলেন, পোংলি গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে নায়েব আলী সম্প্রতি পার্শ্ববর্তী ৯ নং ওয়ার্ডের মহেলা গ্রামের তোফাজ্জল মোল্লা গংদের সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনার নিন্দা জানিয়ে তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী নায়েব আলী বলেন, গত ২২ আগষ্ট শুক্রবার বিকেলে আমার উপর সন্ত্রাসী হামলা হয়। মহেলা গ্রামের তোফাজ্জল গংরা আমার কাছে চাদা চাইতো , চাঁদা না দেওয়ার কারণে আমার উপর সন্ত্রাসী হামলা চালায়, আমাকে অনেক মারধর করে।

এ বিষয়ে আমি টাংগাইল কালিহাতি থানা আমলী আদালতে একটি মামলা দায়ের করি। বর্তমানে মামলাটি ডিবিতে রয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি ঝিলিক বলেন, মহেলা এলাকার অনেকেই আমার সাথে বসতে চেয়েছে। এই এলাকার সবাই জড়িত নয়।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker