ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
শনিবার (৩০ আগস্ট) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় চারটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী আহত হলেও অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চরে একত্রে ৪টি পরিবহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য যাত্রীরা রক্ষা পেয়েছেন। এসময়ে কমপক্ষে ২০ যাত্রী আহত হন। শনিবার (৩০ আগস্ট) সকালে সাড়ে ৯ টার দিকে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনাটি ঘটে।
শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেস, নড়াইল থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস এবং বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের এই ৪টি বাস। পথে শিবচরের পাঁচ্চর নামক স্থানে এসে পর্যায়ক্রমে নিয়ন্ত্রণ হারিয়ে এসময় সড়কের ডিভাইডারে আছড়ে পড়ে ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহণ। সাথে সাথেই পেছন থেকে ধাক্কা লাগে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেস। অপর দুটি বাসের পরস্পরের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো.ইব্রাহিম জানান, হাসপাতালে দুর্ঘটনাজনিত কারণে ১১জন রোগী প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
ঢাকাগামী সাকুরা পরিবহণের যাত্রী গিয়াস উদ্দিন মীর বলেন, অল্পের জন্য যাত্রীরা রক্ষা পেয়েছি। ডিভাইস না থাকলে বাস খাদে পড়ে যেতো। ডিভাইডারের কারণে যাত্রীরা বেঁচে গেছে।
শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সবুজ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করি। শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।