সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা
জামালপুরের মাদারগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা ওবায়দুর রহমানকে (২৬) পুলিশ জামালপুর কারাগারে পাঠিয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় মাদারগঞ্জ মডেল থানা থেকে তাকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
জামালপুরের মাদারগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার ছাত্রলীগ নেতা ওবায়দুর রহমান (২৬) কে জামালপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ২ টায় মাদারগঞ্জ মডেল থানা থেকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠায় মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত ওবায়দুর রহমান মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকার আঃ ছালাম এর ছেলে। তিনি ৪ নং বালিজুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।
থানা সূত্রে জানা গেছে ছাত্রনেতা ওবায়দুর রহমান কে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২ ধারায় আটক করা হয়। যার মামলা নং-০৩, তারিখঃ ০৪/০১/২০২৫ খ্রি.।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ জানান ছাত্রনেতা ওবায়দুর রহমান কে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।