সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে
শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের আদেশ
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এই আদেশ দেন।
আদালতের আদেশ ও মামলার বিবরণ
সকালে আসামিদের আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, আব্দুল লতিফ সিদ্দিকী ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করছিলেন। তার এই বক্তব্য শুনে উপস্থিত লোকজন হট্টগোল করে স্লোগান দেয়। তদন্ত কর্মকর্তা জানান, এই অপরাধে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখা দরকার।
আসামিপক্ষের আইনজীবীরা জামিন চাইলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন তার বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার সূত্রপাত
গত ২৮ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠনের উদ্যোগে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে এই অনুষ্ঠান চলাকালীন নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে একদল ব্যক্তি সেখানে প্রবেশ করে হট্টগোল ও স্লোগান দিতে শুরু করে। তারা ব্যানার ছিঁড়ে অতিথিদের অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে পুলিশ এসে লতিফ সিদ্দিকী ও অধ্যাপক শেখ হাফিজুর রহমানসহ ১৬ জনকে আটক করে। পরে এই ঘটনায় শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয় এবং তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।