সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিও গুজব
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যার পর থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। তবে পুলিশ, স্থানীয় লোকজন এবং লতিফ সিদ্দিকীর পরিবারের সদস্যরা এটিকে 'গুজব' বলে নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যার পর থেকে ভিডিওটি ভাইরাল হলে দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। তবে ঘটনাটি ‘গুজব’ বলে জানিয়েছে পুলিশ, স্থানীয় ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর একাধিক স্বজনরা।
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে একটি গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখার সময় আব্দুল লতিফ সিদ্দিকীসহ অন্তত ১৫ জনকে পুলিশ হেফাজতে নিয়ে যান।
এদিকে সন্ধ্যার পর থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার থানা সংলগ্ন লতিফ সিদ্দিকীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে লুটপাটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে আব্দুল লতিফ সিদ্দিকীর স্বজনরা বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটি গুজব। আইনশৃঙ্খলা বাহিনী লতিফ সিদ্দিকীর বাসায় নিরাপত্তা দিয়ে রেখেছে।’
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আব্দুল লতিফ সিদ্দিকীর বাড়িতে আগুনের ঘটনাটি গুজব। তবে তার বাড়িতে নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।