যে কারণে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী পুলিশ হেফাজতে
‘জুলাই যোদ্ধাদের’ হট্টগোল ও স্লোগানের পর নিরাপত্তার কারণে পদক্ষেপ
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোলটেবিল আলোচনা চলাকালে হট্টগোলের জেরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
কী ঘটেছিল অনুষ্ঠানে?
‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করেছিল ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন) উপস্থিত ছিলেন।
আলোচনা শুরুর কিছুক্ষণের মধ্যেই নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে একদল লোক স্লোগান দিতে দিতে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। তারা অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং উপস্থিত সবাইকে অবরুদ্ধ করে রাখেন। দুপুর সোয়া ১২টার দিকে ডিএমপির একটি দল ঘটনাস্থলে এলে ‘জুলাই যোদ্ধারা’ লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমানসহ অন্তত ১৫ জনকে পুলিশের হাতে তুলে দেয়।
এ সময় পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। পরে পুলিশ ভ্যানে করে লতিফ সিদ্দিকীসহ অন্যদের নিয়ে যাওয়া হয়।
লতিফ সিদ্দিকীর বক্তব্য ও পুলিশের ভাষ্য
হেফাজতে নেওয়ার সময় লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “আমি জানতাম না এখানে সমস্যা হবে। আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কেবল আমন্ত্রণ পেয়ে এসেছিলাম।”
এ বিষয়ে রমনা জোনের এক পুলিশ কর্মকর্তা জানান, নিরাপত্তার কারণে লতিফ সিদ্দিকীকে হেফাজতে নেওয়া হয়েছে।