ডিআরইউতে উত্তেজনা, পুলিশ হেফাজতে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী
গোলটেবিল আলোচনা চলাকালে হট্টগোলের জেরে সাবেক মন্ত্রীসহ কয়েকজন নেতাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোলটেবিল আলোচনা চলাকালীন উত্তেজনার সৃষ্টি হলে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং কয়েকজন সংখ্যালঘু আওয়ামী লীগ নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ‘মঞ্চ ৭১’ আয়োজিত ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
কেন এই উত্তেজনা ও পুলিশি হস্তক্ষেপ?
ডিএমপি রমনা বিভাগের ডিসি মো. মাসুদ আলম জানান, পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে এমন আশঙ্কায় এবং লতিফ সিদ্দিকী যেন জনরোষের শিকার না হন, সেজন্য পুলিশ তাকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নিয়েছে। তিনি আরও বলেন, লতিফ সিদ্দিকী ও তার সঙ্গে থাকা অন্যদের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ঘটনাস্থলে ঝামেলা সৃষ্টি হওয়ায় পুলিশ হস্তক্ষেপ করে এবং তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার দেখানো হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।