যশোর

দীর্ঘ কারাভোগ শেষে বেনাপোলে ফিরলেন ১৭ বাংলাদেশী নারী-শিশু

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হয়ে যাওয়া ১৭ জন বাংলাদেশী নারী ও শিশুকে দীর্ঘ কারাভোগ শেষে বেনাপোলে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা ১৭ জনের মধ্যে ১০ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

ভালো কাজের মিথ্যা প্রলোভনে বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যাওয়া ১৭ বাংলাদেশী নারী-শিশুকে বুধবার বিকালে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও পুলিশ। ভারতের বোম্বে ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন প্রদেশে দুই থেকে ১২ বছর জেল হাজতবাস শেষে দেশে ফেরে তারা। ফেরত আসা ১৭ জনের মধ্যে ১০ নারী ও শিশু ৭ জন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসোন ও মানবাধিকার কর্মী রেখা বিশ্বাস জানান, ২ থেকে ১২ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হয় ১৭ বাংলাদেশী নারী-শিশু। ভারতের বোম্বে ও পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হয় তারা। পরে তাদের ঠাই হয় বিভিন্ন শেল্টারহোমে। সেখান থেকে দু’ দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বুধবার বিকালে ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশী নাগরিকদের বাড়ী খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, হবিগঞ্জ, গোপালগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায়।

আইনিপ্রক্রিযা শেষে তাদেরকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রাইট যশোর ও জাষ্টিস এন্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হবে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker