বিমানবন্দর সড়কে ফ্লাইওভার নির্মাণের বিষয় বিবেচনা করবে চসিক
চট্টগ্রামের যানজট নিরসন এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে বিমানবন্দর সড়ক সম্প্রসারণের বিষয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বুধবার (২৭ আগস্ট) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় যানজট কমাতে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত না করে সড়ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।
বিমানবন্দর সড়ক সম্প্রসারণ নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বুধবার (২৭ আগস্ট) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় যানজট এড়াতে ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে বিমান বিমানবন্দর সড়কটি প্রশস্ত করার বিষয়ে আলোচনা হয়।
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বন্দরকে কেন্দ্র করে দেশের অধিকাংশ পণ্য পরিবহন হয়। আগামীতে বন্দরে আরও গাড়ি বাড়বে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। তাই বিদ্যমান সড়ক ভবিষ্যতের জন্য যথেষ্ট হবে না।”
সভায় উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রুবি সিমেস্ট থেকে শুরু করে ড্রাই ডক পর্যন্ত সড়ক সম্প্রসারণের বিষয়ে তাদের মতামত দেন এবং রেললাইনের উপর ফ্লাইওভার করার প্রস্তাব দেন। তাদের মতে, এতে সড়কের যোগাযোগ গতি বৃদ্ধি পাবে পাশাপাশি সমস্যারও সমাধান মিলবে।
মেয়র বলেন, সভায় আলোচনার প্রেক্ষিতে বিশেষজ্ঞ প্রকৌশলী, আর্কিটেক্ট, নগর পরিকল্পনাবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সাথে নিয়ে পরবর্তীতে সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামকে সুন্দর ও বাসযোগ্য করতে হলে শুধু সিটি কর্পোরেশন এককভাবে কিছু করতে পারবে না। বড় বড় ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই পাশে থাকতে হবে। আমরা সকলে মিলেই চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যেতে চাই।”