ঢাকা
তিন দাবিতে শাহবাগ অবরোধ করলেন বুয়েট শিক্ষার্থীরা
সাবেক শিক্ষার্থীকে হত্যার হুমকির প্রতিবাদে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদসহ তিনটি দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীদের তিনটি দাবি
‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ নামের এই কর্মসূচিটি গতকাল সোমবার ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। তাদের প্রধান দাবিগুলো হলো:
- প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদ: বুয়েটের সাবেক শিক্ষার্থী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে ব্যবস্থা গ্রহণ।
- সাবেক পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার: পুলিশের যেসব সাবেক কর্মকর্তা সম্প্রতি চাকরি থেকে বরখাস্ত হয়েছেন, তাদের দ্রুত গ্রেপ্তার করা।
- গণতন্ত্র ও ন্যায়বিচার নিশ্চিতকরণ: দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান।
শিক্ষার্থীদের এই অবরোধের কারণে শাহবাগ এলাকায় এবং এর আশপাশের রাস্তায় তীব্র যানজট দেখা দিয়েছে।