১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি টাঙ্গাইলে গ্রেফতার
টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ বছরের জিআর সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। শনিবার (২৩ আগস্ট) এসআই রায়হান মোল্লার নেতৃত্বে উপজেলার বল্লার (বড় বাড়ী) নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘ ১০ বছরের জিআর সাজা ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।
শনিবার (২৩ আগস্ট) এসআই রায়হান মোল্লার নেতৃত্বে উপজেলার বল্লার (বড় বাড়ীর ) মোহাম্মদ আলী মাস্টার এর দুই ছেলে মফিজুর রহমান ও শফিকুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত ওই দুই আসামিকে রবিবার (২৪ আগস্ট) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ দিকে টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জুলাই/২০২৫ মাসে সর্বাধিক ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। একই থানার জুলাই/২০২৫ মাসে শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক হিসেবে পুরস্কার পেয়েছেন কালিহাতী থানার মোঃ রায়হান আলী মোল্লা।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান , “ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কালিহাতী থানা সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে।”