গোবিন্দগঞ্জ
গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ এক দিনে ১০ জন গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী রেজোওয়ানুর রহমানকে শুক্রবার রাতে বগুড়ার সোনাতলা এলাকা থেকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। একই দিনে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী রেজোওয়ানুর রহমানকে শুক্রবার রাতেই বগুড়ার সোনাতলা এলাকা থেকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, অপতৎপরতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
এদিকে, একই দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযানে হ্যাকার, প্রতারণা ও জালিয়াতিসহ বিভিন্ন মামলায় আরও ৯ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।