আউটসোর্সিং কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামে মানববন্ধন
সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্প কর্মচারীদের অধিকার নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এই কর্মসূচি পালন করে।
বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরে আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করনে দ্রুত সময়ের মধ্যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও নীতিমালা সংশোধন সহ বিভিন্ন দাবিতে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ।
২৩ আগষ্ট শনিবার বেলা ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ শিহাবুল ইসলাম ও জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় ও বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক।
বক্তারা তাদের লিখিত বক্তব্যে বলেন, আউটসোর্সিং, দৈনিক মজুরী ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক কর্মচারীদের ঠিকাদার প্রথা বাতিল করে চাকরি নিশ্চয়তা প্রদান করতে হবে এবং সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দিতে হবে।
একই কাজে দুই রকম সুযোগ সুবিধা থাকা যাবে না। অন্যায় ভাবে চাকরিচুত্যদের পূন: বহাল করতে হবে এবং কর্ম ঘন্টার পর কাজ করালে অতিরিক্ত পারিশ্রমিক প্রধানের জন্য নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।