কিশোরগঞ্জ
হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের দ্রুত সুস্থতা কামনায় কিশোরগঞ্জের হোসেনপুরে একটি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় তার ভক্ত ও সমর্থকরা এই আয়োজন করেন।
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ভক্তবৃন্দ।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় হোসেনপুর নতুন বাজার আব্দুস সালাম সমর্থক উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে সিদলা ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আল-মামুন ও তাঁতীদলের হোসেনপুর উপজেলা শাখার সদস্য সচিব আশরাফুল ইসলামের উদ্যোগে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা আব্দুর রহমান।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বৃহস্পতিবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে ধানমন্ডি ইবনেসিনা সংকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।