গণতন্ত্র ফেরাতে ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি-গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দলের ঐক্যই এখন সবচেয়ে বড় শক্তি। তিনি নেতাকর্মী ও জনগণের প্রতি আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে বিভিন্ন মহল নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে দলের নেতাকর্মী ও জনগণকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকা এখন সময়ের প্রধান দাবী।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর রায় মনে করেন, দেশের মানুষ এখনও পরিবর্তনের অপেক্ষায় রয়েছে, ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে আন্দোলনের ময়দানে ঐক্যই সবচেয়ে বড় শক্তি। পারস্পরিক বিশ্বাস এবং সংগঠনের দৃঢ়তা ছাড়া গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
তিনি বলেন, জুলাই আন্দোলনের শহিদরা যে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা এখনও পূর্ণ হয়নি। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে।
তিনি ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে এবং খালেদা জিয়ার মুক্তির জন্য সচেষ্ট থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।