স্ত্রীর প্রতারণার শিকার হয়ে স্বামীর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলের কালিহাতীতে স্ত্রী ফারহানা ফারিহা কাজলের প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বামী শওকত তালুকদার। এ বিষয়ে তিনি বুধবার (২০ আগস্ট) উপজেলার ভবানীপুর নিজ বাড়িতে একটি সংবাদ সম্মেলন করেন।
টাঙ্গাইলের কালিহাতীতে স্ত্রী ফারহানা ফারিহা কাজলের প্রতারণার শিকার হয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বামী শওকত তালুকদার। বুধবার (২০ আগস্ট) উপজেলার ভবানীপুর নিজ বাড়িতে এ সংবাদ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শওকত তালুকদার জানান, ২০১৭ সালে তিনি তার স্ত্রীকে বিবাহ করেন। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর স্ত্রী তাকে জানায় সে অস্ট্রেলিয়ার স্কলারশিপ পেয়েছে। তিনি এতে সম্মতি দিয়ে অস্ট্রেলিয়ায় যেতে সকল খরচ বহন করেন এবং নগদ ৪ লক্ষ টাকা সাথে দিয়ে দেন।
পরে শওকত তার স্ত্রীর কথামত অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আরো ৬ লক্ষ টাকা দেন এবং এলাকার দুইজনের নিকট থেকে আরো ২০ লক্ষ টাকাসহ মোট ৩০ লক্ষ টাকা দেন। কিন্তু কিছু দিন পর জানতে পারেন তার স্ত্রী অস্ট্রেলিয়ায় না গিয়ে টাঙ্গাইলে বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে থাকে।
শওকত অভিযোগ করেন, তার স্ত্রী তাকে টাকা না দিয়ে উল্টো বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তিনি এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই প্রতারণার বিচার দাবি করছেন।