নওগাঁ
প্রবেশপদ নবম গ্রেড করার দাবিতে নওগাঁয় শিক্ষকদের মানববন্ধন
সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশপদ নবম গ্রেড করার দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষকরা। বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের জিলা স্কুলের সামনে নওগাঁ সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশপদ নবম গ্রেড করার দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষকরা। বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের জিলা স্কুলের সামনে নওগাঁ সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নওগাঁ জিলা স্কুলের সহকারী শিক্ষক ইমতিয়াজ আহমাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন স্কুলের শিক্ষকগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা অধিদফতরকে স্বতন্ত্র করতে হবে এবং চার স্তর বিশিষ্ট একাডেমিক পদসোপান তৈরি করে শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে হবে। তারা আরও বলেন, শিক্ষকদের পেশাগত বৈষম্য দূর করে প্রবেশপদ নবম গ্রেড করা হলে শিক্ষকদের মধ্যে কাজের আগ্রহ বাড়বে এবং মেধাবীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হবে।
এই যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে না নিলে, তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।