কালিহাতী
কালিহাতীতে বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার
টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার মোট ১২ জন আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) এই অভিযান পরিচালনা করা হয়।
টাঙ্গাইলের কালিহাতীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার মোট ১২ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) কালিহাতী থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসময় নিয়মিত মাদক মামলার ৩ আসামি, নিয়মিত জুয়া মামলার ৪ আসামি এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট ৫ আসামিসহ সর্বমোট ১২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বুধবার (২০ আগস্ট) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন।
তিনি আরও জানান, অপরাধ দমনে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।