শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক হিসেবে পুরস্কার পেলেন কালিহাতী থানার এএসআই রায়হান আলী মোল্লা
টাঙ্গাইলের কালিহাতী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রায়হান আলী মোল্লা টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক হিসেবে সম্মানিত হয়েছেন। ২০২৫ সালের জুলাই মাসের জন্য টাঙ্গাইল জেলা পুলিশ তাকে এই সম্মানজনক পুরস্কার প্রদান করে।
টাঙ্গাইলের কালিহাতী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রায়হান আলী মোল্লা টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক হিসেবে সম্মানিত হয়েছেন। ২০২৫ সালের জুলাই মাসে টাঙ্গাইল জেলা পুলিশ তাকে এই স্বীকৃতি প্রদান করে।
“সুস্থতা, নিরাপত্তা, প্রগতি” মূলমন্ত্রে জেলা পুলিশের নিয়মিত কর্মদক্ষতা মূল্যায়নের অংশ হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়। টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য এএসআই রায়হান আলী মোল্লা এই সম্মান অর্জন করেছেন।
এএসআই রায়হান আলী মোল্লা কালিহাতী থানায় যোগদানের পর থেকেই কালিহাতী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন এর নির্দেশে একের পর এক মাদক ব্যবসায়ী, ইভটিজিং, জুয়ারী সহ অসংখ্য অপরাধীকে আটক করতে সক্ষম হন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই সম্মাননা তাকে আরও বেশি অনুপ্রাণিত করবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও নিবিড়ভাবে কাজ করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উৎসাহিত করবে।