কালিহাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছের দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উদ্বোধনী র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন, র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, দেশীয় মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের নেওয়া উদ্যোগগুলো এখন গ্রামীণ পর্যায়ে সাফল্যের সাথে বাস্তবায়িত হচ্ছে। মাছ শুধু পুষ্টি নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
পরে মাছ চাষে বিশেষ অবদান রাখায় সফল খামারিদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।