‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁসের ঘটনায় খুলশী থানায় মামলা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়্যারলেসে দেওয়া ‘দেখামাত্র গুলির নির্দেশ’ সংক্রান্ত বার্তা ফাঁসের অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। খুলশী থানায় কর্মরত এই পুলিশ সদস্যের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে।
গ্রেপ্তারের কারণ ও মামলার বিবরণ
গতকাল রবিবার (১৭ আগস্ট) রাতে খুলশী থানা পুলিশ অমি দাশকে গ্রেপ্তার করে। তিনি পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১২ আগস্ট) সিএমপি কমিশনার হাসিব আজিজ ওয়্যারলেসের মাধ্যমে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন। অভিযুক্ত অমি দাশ সেই বার্তাটি ওয়্যারলেসসহ ভিডিও করেন এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এর পরেই সিএমপি কর্তৃপক্ষ বার্তা ফাঁসকারীকে খুঁজতে শুরু করে।
ওয়্যারলেস বার্তার মূল বিষয়বস্তু
সোমবার (১১ আগস্ট) রাতে চট্টগ্রাম মহানগরের সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বন্দর থানার এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হওয়ার পরদিন সিএমপি কমিশনার এই নির্দেশনা দেন।
ফাঁস হওয়া ভিডিও বার্তায় কমিশনার বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে পুলিশের যে অস্ত্র ব্যবহারের প্রাধিকার ছিল, সেই প্রাধিকার অনুযায়ী সব পুলিশ সদস্যকে অস্ত্র ও লাইভ অ্যামুনিশন নিয়ে ডিউটিতে যেতে হবে। তিনি সতর্ক করেন যে, ভবিষ্যতে আরও বড় ঘটনা ঘটতে পারে। কোনো টহলদলের সামনে কেউ অস্ত্র বের করলে, সেটি ধারাল অস্ত্র হোক বা আগ্নেয়াস্ত্র যাই হোক না কেন, তাৎক্ষণিকভাবে গুলি করার নির্দেশ দেওয়া হয়। তিনি দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারা অনুযায়ী প্রত্যেক পুলিশ কর্মীর আত্মরক্ষার অধিকারের কথা স্মরণ করিয়ে দেন।