মাদারগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, চালক জানালা দিয়ে লাফিয়ে পলায়ন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসের চালক চলন্ত গাড়ি থেকে জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যান।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিজুড়ী বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকসহ দুই যুবক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বাসের চালক চলন্ত বাসের জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যান। চালকবিহীন বাসটি কিছুদূর গিয়ে একটি দোকানের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। সৌভাগ্যবশত, দোকানে কেউ না থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।