আত্রাইয়ে ইউএনও-এসিল্যান্ড নেই, প্রশাসনিক সেবায় চরম দুর্ভোগ
নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)-এর (এসিল্যান্ড) পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এতে করে সাধারণ মানুষ, বিশেষ করে ভূমি সংক্রান্ত সেবাপ্রত্যাশীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এক দিনের কাজ করতেও এক মাসের বেশি সময় লাগছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
নওগাঁর আত্রাইয়ে দীর্ঘদিন থেকে ইউএনও এবং এসিল্যান্ড পদ শুন্য থাকায় কাঙ্খিত সেবা না পেয়ে সেবা গ্রহীতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনের পর দিন ফাইল জমা হলেও সহজে মিলছে না সমাধান। উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এ দু’টি পদ শূন্য থাকায় এক দিনের কাজ এক মাসেও হচ্ছে না এমন অভিযোগ ভুক্তভোগীদের।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় ৯ মাস ধরে এসিল্যান্ড এবং দুই মাস ধরে ইউএনও’র পদ শূন্য রয়েছে। সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন অন্যত্র বদলি হয়ে যাওয়ায় পদদুটি শূন্য হয়ে যায়। বর্তমানে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের ও এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
সেবাগ্রহিতা কাজেম হোসেন বলেন, তিনি একটি নাম জারির জন্য আবেদন করেছিলেন। কাজের ধীরগতির কারণে তা পেতে অনেক বেগ পোহাতে হচ্ছে। আত্রাই দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (পারভেজ) বলেন, ইউএনও এবং এসিল্যান্ড পদ ফাঁকা থাকায় প্রয়োজনীয় সংখ্যক জমির নামজারি হচ্ছে না। এতে জমির ক্রেতা-বিক্রেতা ও মুহুরীরা চরম বিপাকে পড়েছেন।
আত্রাই উপজেলার দায়িত্বে নিয়োজিত রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান বলেন, দুই উপজেলার দায়িত্ব পালনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এক জন মানুষ দুই উপজেলার দায়িত্ব পালনে প্রয়োজনীয় সেবা দানে একটু আরটু সমস্যা থাকতে পারে।