বিপৎসীমা অতিক্রম করল আত্রাই নদীর পানি, নওগাঁয় বন্যার শঙ্কা
নওগাঁয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সব নদ-নদীর পানি বেড়েছে, যার ফলে আত্রাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, আত্রাই নদীর মান্দা উপজেলার জোতবাজার পয়েন্টে পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উজান থেকে নেমে আসা পানির ঢলে নওগাঁর সব নদ-নদীর পানি বেড়েছে। এরই মধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে আত্রাই নদীর পানি।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আত্রাই নদীর মান্দা উপজেলার জোতবাজার পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ছাড়া ছোট যমুনা নদীর শহরের লিটন ব্রিজ পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪.৩৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৪২ সেন্টিমিটার নিচে। আত্রাই নদীর শিমুলতলী পয়েন্টে পানির সমতল ২০.৩৬ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৭১ সেন্টিমিটার নিচে এবং মহাদেবপুর পয়েন্টে পানির সমতল ১৭.১৩ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১০২ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।
নওগাঁ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান জানান, গেল সপ্তাহখানেক ধরেই আত্রাই নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। সম্ভাব্য বন্যার বিষয় মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং দুর্বল বা ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হয়েছে।