৭ বছর আগে গুম হওয়া বিএনপি কর্মীর সন্ধানে প্রবাসী ভাইয়ের মামলা
৭ বছর আগে গুম হওয়া তৌহিদুর রহমান সুমনকে (৩২) অপহরণের অভিযোগে তাঁর প্রবাসী বড় ভাই মাহাবুবুর রহমান (৫৫) একটি মামলা দায়ের করেছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ৬ষ্ঠ আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মহানগরকে নির্দেশ দিয়েছেন।
৭ বছর আগে গুম হওয়া ভিকটিম তৌহিদুর রহমান সুমনের (৩২) প্রবাসী ভাইয়ের মামলা দায়েরের পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ৬ষ্ঠ আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রবাসী মাহাবুবুর রহমান (৫৫), রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার বাসিন্দা, বৃহস্পতিবার (১৪ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতে ৭ বছর আগে তার ছোট ভাইকে অপহরণ ও গুমের অভিযোগে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযোগটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই চট্টগ্রাম মহানগরকে নির্দেশ দেন।
বাদীর অভিযোগে প্রকাশ, তার ছোট ভাই বিএনপি কর্মী সুমনের (৩২) সঙ্গে আওয়ামী লীগ কর্মী মোঃ তারেকুর রহমান (৩২) সহ অন্যদের পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। ভিকটিমের বড় বোন স্কুল শিক্ষিকা মিসেস ফেরদৌসি রহমান (৫৯) স্থানীয় থানা ও সিএমপি কমিশনার কার্যালয়ে বহুবার ধর্না দিয়েও কোনো সহযোগিতা পাননি।
মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউণ্ডেশন (বিএইচআরএফ)-এর আইনি সহায়তায় বাদী পক্ষে মামলা পরিচালনা করছেন চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুস ছাত্তার সহ একাধিক আইনজীবী।