মাদারগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে দুই শিক্ষার্থী আহত, পরদিন স্কুল ফাঁকা
জামালপুরের মাদারগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের পলেস্তারা ধসে দুই শিক্ষার্থী আহত হয়েছে। এই ঘটনার পরদিন সোমবার ভয়ে আর কোনো শিক্ষার্থী স্কুলে আসেনি। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে উপজেলার উত্তর গুনারীতলা সুলতান মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
জামালপুরের মাদারগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের পলেস্তার ধসে ২ শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে। রোববার বিকালে উপজেলার উত্তর গুনারীতলা সুলতান মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি কক্ষে এ ঘটনা ঘটে।
ঐ শ্রেণির বিজ্ঞান বিষয়ে পাঠদান করাচ্ছিলেন এক শিক্ষিকা, হঠাৎ উপর থেকে ছাদের ভীম (পলেস্তারা) ভেঙে দুই শিক্ষার্থীর উপর পড়ে। ঘটনাস্থলেই গুরুত্বর আঘাত পেয়ে সাঈম এর বাম হাতের হাড় ফেটে যায় এবং ইয়াসিন মাথায় আঘাত পেয়ে আহত হয়।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ জাহান জানান, তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ অবস্থায় থাকায় তারা আগেই নতুন ভবনের জন্য আবেদন করেছেন।
উপজেলা শিক্ষা অফিসার নূরুল আমিন জানান, তিনি ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে পরিদর্শন করতে যাবেন। ভবনের অবস্থা যদি ব্যবহার অনুপযোগী হয় তাহলে তা পরিত্যক্ত ঘোষণা করা হবে।