সরিষাবাড়ীতে কাঁচা রাস্তা পাকা করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কাশিনাথপুর থেকে নাথেরপাড়া হয়ে জলিলের দোকান পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে পাঁচটি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। এলাকাবাসী দ্রুত এই রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছেন।
জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় আওনা ইউনিয়নের কাশিনাথপুর পূর্বপাড়া ঠান্ডু মিয়ার বাড়ি হতে নাথের-পাড়া দিয়ে জলিলের দোকান পর্যন্ত প্রায় ৩ কি.মি কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এই কাঁচা রাস্তার কোথায় কোথায় মাটি গর্ত হয়ে উঁচু-নিচু বা নিচের দিকে ধসে গিয়ে জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টি হলেই কাঁদাযুক্ত রাস্তায় সৃষ্টি হয়। এই রাস্তা দিয়ে কাশিনাথপুর, নাথেরপাড়া, টিকরাপাড়া, তরণীআটা ও কাবারিয়াবাড়ী সহ ৫-৬টি গ্রামের মানুষ যাতায়াত করে থাকে। উপজেলা সদরের সাথে যোগাযোগ করার জন্য এই রাস্তাটি একমাত্র রাস্তা।
এলাকাবাসীর পক্ষে মো. নূরে আলম পালোয়ান, মিজানুর রহমান সহ অনেকেই বলেন, ‘রাস্তা দিয়ে জরুরি মুহুর্তে রোগী ও প্রসূতি মা-বোনদের সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির দিনে রাস্তায় একহাঁটু কাঁদা জমে চলাচলের দারুন বিঘ্নিত হয়। প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের প্রতি রাস্তাটি পাকা করার জন্য জোর দাবি জানান তারা।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম বলেন, ‘রাস্তাটির আইডি নম্বর করা থাকলে আগামী প্রজেক্ট আসলে পরিমাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।