হোসেনপুরে কালভার্ট ভরাট, ব্যাপক জলাবদ্ধতায় কোটি টাকার ক্ষতি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর সুরাটি গ্রামে একটি কালভার্ট ভরাট করে ফেলায় ভারী বৃষ্টির পানি জমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কৃষকদের কোটি টাকার পানের বরজ ও মাছের খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ২০টি পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।
এটা কোনো বন্যার পানি নয়, নয় কোনো নদী বা খাল, তবে বৃষ্টির পানিতে এ যেন সাগর-মহাসাগর। পানির নিচে তলিয়ে আছে স্থানীয়দের সুখ। গত কয়েকদিনের ভারী বর্ষণে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর সুরাটি গ্রামে পানের বরজ, ফিশারী, পোল্ট্রিসহ বহু ফসলের জমি পানিতে তলিয়ে যায় এবং ২০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েন।
বৃষ্টি থেমে যাওয়ার পরেও ওই জমি থেকে পানি নামছে না। ফলে কোটি টাকার পানের বরজ পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে। পানি প্রবাহের একমাত্র কালভার্ট মাটি দিয়ে ভরাট করায় পানি নিষ্কাশন বন্ধ রয়েছে। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের তথ্যমতে, জলাবদ্ধতায় চাষীদের ১০ একর পানের বরজ নষ্ট হয়েছে, যার আনুমানিক ক্ষতি প্রায় এক কোটি টাকা। এছাড়াও ১০ একর ফিশারীর মাছ চলে গেছে, এতে কৃষকদের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। পানির জলাবদ্ধতায় ২০টি পরিবারের প্রায় অর্ধশত লোক গৃহবন্দী।
কৃষকরা বলছেন, পানি পুরোপুরি না নামলে পানের গাছগুলো মরে যাবে, এতে কয়েক কোটি টাকার ক্ষতি হবে। কৃষক রতন মিয়া এলাকাবাসীর পক্ষে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন, কিন্তু এখনো কোনো প্রতিকার হয়নি।
- উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান কবির বলেন, জলাবদ্ধতা বিষয়ে তিনি অবগত নন, তবে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবেন।
- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, উত্তর সুরাটি গ্রামের জলাবদ্ধতার ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং দ্রুত সমাধান হবে।