বাসাইলে গ্রামীণ জনপদে ৫ হাজার ছাতা উপহার দিলেন সালাউদ্দিন রাসেল
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গ্রামীণ মানুষের মধ্যে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন রাসেল ৫ হাজার ছাতা বিতরণ করেছেন। বর্ষা মৌসুমে সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখে তিনি এই উদ্যোগ নেন।
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গ্রামীণ জনপদের মানুষের মাঝে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন রাসেল ৫ হাজার ছাতা উপহার দিয়েছেন। শনিবার (৯ আগস্ট) বিকালে উপজেলার কাশিল ইউনিয়নের বটতলায় এসব ছাতা মানুষের হাতে তুলে দেওয়া হয়।
বর্ষা মৌসুমে সাধারণ মানুষের চলাফেরায় যাতে ভোগান্তি না হয়, সেই উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাসাইল জেলার সবচেয়ে সুবিধাবঞ্চিত উপজেলা। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা বিনা বিচারে জেল জুলুমের শিকার হয়েছে। কোন নেতা তাদের খবর রাখেনি। নির্বাচন আসছে, তাই এখন অনেক নেতাকে দেখা যাচ্ছে।
বক্তারা আরও বলেন, সালাউদ্দিন রাসেল দীর্ঘ ২৫ বছর ধরে বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডসহ সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সমাজের বিত্তশালী ও প্রবাসীদেরও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা প্রয়োজন বলে তাঁরা মনে করেন।
এ সময় উপকারভোগীরা সালাউদ্দিন রাসেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বর্ষাকালে ছাতার প্রয়োজনীয়তা অনেক। এই উপহার আমাদের জন্য খুবই সহায়ক হবে।”