সমালোচনার মুখে কক্সবাজার থেকে লাইভে এসে বার্তা দিলেন এনসিপির নেতা সারজিস আলম
জলবায়ু সহিষ্ণুতা ও সমুদ্র রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কথা বললেন তিনি
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফরে যাওয়ায় দলীয় শোকজ পাওয়ার পর এবার কক্সবাজার সমুদ্রসৈকত থেকে লাইভে এসে বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি লাইভে এসে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেন।
২৪ দফার ২১ নম্বর দফা নিয়ে বক্তব্য
সমালোচনার জবাব হিসেবে তিনি বলেন, এনসিপির ২৪ দফার ইশতেহারের ২১ নম্বরে জলবায়ু সহিষ্ণুতা এবং নদী ও সমুদ্র রক্ষার কথা বলা হয়েছে। তিনি সমুদ্রকে বাংলাদেশের জন্য একটি বিশাল সম্ভাবনার জায়গা হিসেবে উল্লেখ করেন এবং এর বাস্তবসম্মত সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন।
তিনি বলেন, সমুদ্র তীরবর্তী মানুষের জীবনধারণ নিশ্চিত করতে হবে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে দুর্যোগের পূর্বাভাস নির্দিষ্ট সময়ের আগেই দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া, তিনি সমুদ্রকে একটি সম্পদে পরিণত করার জন্য টেকসই খনিজসম্পদ আরোহণের কথা বলেন।
কক্সবাজারের অব্যবস্থাপনার সমালোচনা
সারজিস আলম কক্সবাজারের বর্তমান অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে বলেন, এখানে যত্রতত্র ভবন তোলা হচ্ছে, কোনো ধরনের ব্যবস্থাপনা নেই। সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে অবৈধভাবে জমি লিজ নেওয়ার অভিযোগও তোলেন তিনি। সৈকতের পাড়ে অপরিকল্পিতভাবে প্রাচীর দেওয়ার মতো পদক্ষেপের ফলে পর্যটনকেন্দ্রগুলো হুমকির মুখে পড়ছে বলেও তিনি জানান।
তিনি বলেন, এই অব্যবস্থাপনা থেকে পর্যটন কেন্দ্রগুলোকে রক্ষা করা জরুরি। সবশেষে তিনি এনসিপির পক্ষ থেকে সবাইকে পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানান।