২০২৬ সালের রমজানের আগে নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার কথা জানালেন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে, ২০২৬ সালের পবিত্র রমজানের আগেই বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, এই নির্বাচন আয়োজনের জন্য তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি চিঠি পাঠাবেন। এই নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।
নির্বাচনের সময়সীমা ও প্রস্তুতি
ড. ইউনূস তাঁর ভাষণে বলেন, “আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।” তিনি জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবেন, যাতে কমিশন আগামী রমজানের আগে, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের আয়োজন করে।
প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন যেন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সেজন্য তাঁরা সব ধরনের প্রস্তুতি নিবেন। আগামীকাল থেকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে মানসিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।
জুলাই ঘোষণাপত্র ও ক্ষমতা পরিবর্তন
এর আগে, আজ বিকেল ৫টায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার এক গণসমাবেশে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। এই ঘোষণাপত্রে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং দেশের ভবিষ্যৎ রূপরেখার কথা তুলে ধরা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। এর তিন দিন পর, ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করে।