নড়াইলে প্রতারণা করে প্রতিবন্ধী কমলের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ
নড়াইল সদরের গুয়াখোলা গ্রামের ৭০ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী কমল চন্দ্র পালের শেষ সম্বল ১ একর ১০ শতক জমি প্রতারণা করে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবেশী বিলাশ গোস্বামী ও নিরব বৈরাগী নামের দুই ব্যক্তি এই কাজটি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন।
নড়াইল সদরের গুয়াখোলা গ্রামের শারীরিক প্রতিবন্ধী কমল চন্দ্র পালের (৭০) ১ একর ১০ শতক জমি প্রতারণা করে লিখে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, হাতিয়াড়া গ্রামের বিলাশ গোস্বামী (৩৬) এবং বাকড়ি গ্রামের নিরব বৈরাগী (৩৫) নিঃসন্তান কমল পালের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। পরে তারা কমলকে ভুল বুঝিয়ে তার পরিবার ও স্বজনদের অজান্তে গত ১ জুন ওই জমি তাদের নামে পাওয়ার অব অ্যাটর্নি করে নেন। পরবর্তীতে জমিটি বিলাশ তার স্ত্রী পিয়া গোলদার এবং নিরব তার স্ত্রী সিথি সরকারের নামে কবলা দলিল করে দেন।
কমল পাল বিষয়টি জানতে পেরে জমির লোভে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। ঘটনাটি জানাজানি হলে বিলাশ ও নিরব জমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে গত ২৭ জুলাই জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও আগের দিন (২৬ জুলাই) থেকেই তারা সপরিবারে গা ঢাকা দিয়েছেন।
কমল পাল বলেন, “আমার শেষ সম্বলটুকু কেড়ে নেওয়া হয়েছে। আমি অচল মানুষ, জমি ফেরত চাই।” স্থানীয় বাসিন্দা বকুল পাল, রূপচাঁদ পাল এবং অসীম বিশ্বাসসহ অনেকেই এ ঘটনায় ক্ষুব্ধ। তারা প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। শেখহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমানও বলেন, বিলাশ ও নিরব জমি ফেরত দিতে রাজি হলেও এখন পলাতক।